Recent Activities

Spread the love

 

একসেসিবিলিটিডিটের পর একটি কর্মশালা 

গত ১৩ জুলাই ২০২৪ ইং তারিখে ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) ডিআইডিআরএম প্রকল্পের আওতায় লোনা পানি গবেষণা কেন্দ্র, পাইকগাছা, খুলনার সেমিনার কক্ষে একসেসিবিলিটি অডিটের উপর একটি কর্মশালা আয়োজন করে। উক্ত কর্মশালাতে ডিসিএফের ডিআইডিআরএম প্রকল্প কর্মীবৃন্দ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের স্ব-সহায়ক দলের সদস্যগণ অংশ নেয়।
কর্মশালা থেকে ডিআইডিআরএম প্রকল্প এলাকা বিশেষ করে কয়রা ও দাকোপ উপজেলার মহারাজপুর ও সুতারখালি ইউনিয়নের গণস্থাপনা সমূহে একসেসিবিলিটি অডিট পরিচালনার কর্মপরিকল্পনা করা হয়।