সহায়তা কর্মী বা উন্নয়ন কর্মী দ্বারা যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা’য় ৬টি মূলনীতি
Disabled Child Foundation (DCF) PSEA Project-এর আওতায় যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা নিশ্চিত করতে ৬টি মূলনীতির উপর ভিত্তি করে সচেতনতামূলক পোস্টার তৈরি করেছে। Interagency Community Outreach and Communication Fund-এর সহায়তায় প্রস্তুতকৃত এই পোস্টারগুলো সহায়তা গ্রহণকারী ব্যক্তিদের অধিকার এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়েছে। বিষয়গুলো সহায়তাকর্মী বা উন্নয়নকর্মীদের মেনে চলা বাধ্যতামূলক। উন্নয়নকর্মে বা সহায়তাকর্মে উপকারভোগী বা প্রকল্পের অংশগহণকারীদের যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষায় সচেতনতাবৃদ্ধি এবং নির্দিষ্ট দায়িত্ব আছে। আলোচনা শুরু হোক!